শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
২৪ ঘন্টা কেউ সংক্রামিত না থাকলেও স্বস্তি বেশিক্ষণ টিকল না। কলকাতায় করোনায় সংক্রামিত হলেন বাইপাসের ধারের নয়াবাদের বাসিন্দা ৬৬ বছরের এক প্রৌঢ়। ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০।
বুধবার বেশি রাতে তাঁর সংক্রমণ ধরা পড়ে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই করোনা আক্রান্ত প্রৌঢ়ের বিদেশযাত্রা বা ব্যক্তির সংস্পর্শে আসার কথা জানা যায়নি। তিনি জ্বর, শ্বাসকষ্ট নিয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি হন।
আরও পড়ুনঃ করোনার বিরুদ্ধে লড়তে দেশবাসীকে বিরাট-অনুষ্কার সচেতন বার্তা
চিকিৎসকরা তার উপসর্গ দেখে বুধবার তাঁর সোয়াব বা লালা রস পরীক্ষার জন্য বেলেঘাটার কেন্দ্রীয় সংস্থা নাইসেডে পাঠান। বিকালে প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ আসায়, দ্বিতীয় বার আবারও পরীক্ষা করা হয়, সেখানেও পজিটিভ আসে রিপোর্ট।
তবে কি ভাবে তিনি সংক্রামিত হলেন, সেই বিষয়টি ভাবাচ্ছে চিকিৎসকদের। পরিবার সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির কোনও বিদেশযাত্রার রেকর্ড না থাকলেও তিনি মেদিনীপুরে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন।
সেখানে ছিলেন বিদেশফেরত আমন্ত্রিতরাও। কোন ভাবে তিনি তাদের সংস্পর্শে এসে সংক্রামিত হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অনুমান, তিনি গোষ্ঠী সংক্রমণের শিকার হয়েছেন। তাকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584