রাজ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে করোনা আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু

0
251

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

৪৮ ঘন্টার মধ্যে রাজ্যে মৃত্যু হল আরও এক চিকিৎসকের। সূত্রের খবর, সোমবার রাত ৯টা ১৫ মিনিট বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে শিশির মণ্ডল নামে ওই চিকিৎসকের মৃত্যু হয়। মৃত্যুর সময়ে তিনি করোনা সংক্রামিত ছিলেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, শনিবার রাত দেড়টা নাগাদ ওই হাসপাতালেই মৃত্যু হয়েছিল রাজ্যের শীর্ষ স্বাস্থ্যকর্তা বেহালার হরিদেবপুরের বাসিন্দা চিকিৎসক বিপ্লব দাশগুপ্তের।

Died in corona | newsfront.co
প্রতীকী চিত্র

তার ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হল আরও ১ চিকিৎসকের। যদি করোনা সংক্রমণের কারণেই এই চিকিৎসকের মৃত্যু কি না, তা সরকারি ভাবে জানায়নি স্বাস্থ্য দফতর।

আরও পড়ুনঃ দ্রুত করোনা টেস্ট বাড়িয়ে রিপোর্ট পাঠানোর নির্দেশ জেলাগুলিকে

জানা গিয়েছে, তিনি দক্ষিণ কলকাতার বেলভিউ ক্লিনিকের অস্থিরোগ বিশেষজ্ঞ ছিলেন। বয়স ৬৯ বছর। তিনি বালিগঞ্জের বন্ডেল রোডের বাসিন্দা। সপ্তাহ খানেক আগে শিশিরবাবুর দেহে করোনার উপসর্গ ধরা পড়ে। ১৪ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর পরীক্ষায় জানা যায়, তিনি করোনা আক্রান্ত। ১৭ এপ্রিল থেকে তিনি বিধাননগরের ওই বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে চলছিল। কিন্তু সেখানে তাঁর অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। শেষ পর্যন্ত সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here