কেরালায় রাজমিস্ত্রির কাজে গিয়ে নিখোঁজ মুর্শিদাবাদের শ্রমিক

0
89

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

প্রায় সাড়ে তিন মাস আগে পেটের টানে কেরালায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিল অসিকুল ইসলাম(৩৩)। আজ সে নিখোঁজ। পরিবারে চলছে স্বজন হারানোর বুকফাটা আর্তনাদ আর আহাজারি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মথুরাপুর গ্রামে।

Asikul Islam | newsfront.co
অসিকুল ইসলাম

অসিকুলের পরিবার সূত্রে জানা গেছে, কেরালার কাননুর জেলার ঈরুক্কুর থানায় আজ থেকে সাড়ে তিন মাস পূর্বে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল অসিকুল। প্রতিদিনের ন্যায় গত ২৮ শে জুন নিজ আস্তানা থেকে কাজের সাইডে গিয়েছিল সে। সেখান থেকে স্থানীয় ব্যাংকে গিয়ে বাড়ির অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাঠায় এবং কাজের সাইডে ফিরে এসে কাজ শুরু করে।

Asikul Family | newsfront.co
অসিকুলের পরিবার। নিজস্ব চিত্র

তথ্য সূত্রে জানা যায় অসিকুলের নিজস্ব মোবাইল ফোনটি স্থানীয় একটি মোবাইল রিপেয়ারিং সেন্টারে মেরামত করতে দেওয়া ছিল। দুপুর দুটো নাগাদ সে তার মোবাইল ফোনটি আনার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। তখন থেকেই সে নিখোঁজ ,আজও সে বাসায় ফেরেনি। তাকে দেখতে না পেয়ে তার সাথীরা তাকে খোঁজাখুঁজি শুরু করে।

অনেক খোঁজাখুঁজির পর তারা ওই মোবাইল দোকানে যায় তার বিষয়ে খোঁজ নিতে, কিন্তু সেখানেও সে যায়নি বলে নিশ্চিত করেন মোবাইল দোকানের মালিক। অবস্থা বেগতিক দেখে অসিকুলের সঙ্গী-সাথীরা স্থানীয় ঈরুক্কুর থানায় তার নামে একটি মিসিং ডায়েরি করে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে উদ্ধারের জন্য অনুরোধ করেন প্রশাসনের নিকট।

আরও পড়ুনঃ বেহাল রাস্তা! ঘটছে দূর্ঘটনা, রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের

আজ পাঁচ দিন হয়ে গেল আজও কোন খোঁজ মেলেনি অসিকুলের। মথুরাপুরের স্থানীয় বাসিন্দা মোঃ ইমরান হোসেন বলেন, অসিকুলের স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে সহ গোটা পরিবার রয়েছে মহা বিপদে, আতঙ্কে রয়েছেন মা-বাবা ,আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।

আরও পড়ুনঃ নবগ্রাম থানার পলসনডা পোস্ট অফিসে তালা মেরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা

পরিবারের সকলের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার একমাত্র মাধ্যম ছিল অসিকুল তাকে যদি না পাওয়া যায় পুরো পরিবারটা ভেসে যাবে। এই অবস্থায় প্রশাসনিক আধিকারিকদের নিকট পরিবার সহ আমাদের সকলের অনুরোধ, যত দ্রুত সম্ভব উক্ত ব্যক্তিকে তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার উপযুক্ত ব্যবস্থা করা হোক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here