বাংলাদেশ-ভারত যাতায়াতে নতুন যেসব শর্ত মানতে হবে যাত্রীদের

0
127

মুনিরুল তারেক, বাংলাদেশঃ

বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে ব্যবসা, চিকিৎসা বা ভ্রমণে বাংলাদেশি পাসপোর্টধারী ভারত যেতে আগ্রহীদের প্রথমত ভারতীয় হাই-কমিশনারের অনুমতিপত্র এবং ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকবে। পাশাপাশি প্রয়োজন হবে ২০২০ সালের ১ জুলাইয়ের পর ইস্যুকৃত ভিসা।

Customs Immigration check post | newsfront.co
প্রতীকী চিত্র

করোনা পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে পাসপোর্টধারী যাত্রীদের বিষয়ে এসব শর্তের কথা আজ ১৩ আগস্ট গণমাধ্যমকে জানিয়েছেন বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) মহাসিন খান।

অপরদিকে, ভারতীয় পাসপোর্টধারীদের বাংলাদেশ গমনের ক্ষেত্রে লাগবে হালনাগাদ ভিসা ও পাসপোর্ট। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র এবং ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট দরকার হবে।

এছাড়া, আকস্মিক লকডাউনের কারণে যেসব ভারতীয় বাংলাদেশে আটকে আছেন তাদের নিজ দেশে ফিরতে প্রয়োজন হবে মেয়াদ থাকা পাসপোর্ট ও নবায়ন করা ভিসা (জরিমানা ব্যতীত ভিসা ও ফি প্রদান পূর্বক)। ভারতীয় হাইকমিশনারের অনুমতিপত্র এবং ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেটও লাগবে।

আরও পড়ুনঃ বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এস.কে সিনহার বিরুদ্ধে বিচার শুরু

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ বাংলাদেশ ও প্রতিবেশী দেশ ভারতে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে দুই দেশের সরকার বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়। এর মধ্যে ভারত সরকারের নেয়া পদক্ষেপে গত ১৩ মার্চ থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ বাংলাদেশ পুলিশের ‘মানবিক’ তকমায় কালিমা

পরবর্তীতে আবার তাদের নিষেধাজ্ঞায় বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দেশে ফেরার পথ বন্ধ হয়ে যায়। এছাড়া ২২ মার্চ থেকে বেনাপোল বন্দরের রেল ও স্থল পথে ভারত সরকার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেয়। এ পথে রেল ও স্থল পথে আমদানি রফতানি বাণিজ্য সচল হয়েছে বেশ কিছু দিন আগে। এখন শর্ত সাপেক্ষে চালু হলো যাত্রীদের যাওয়া-আসা।

বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন ওসি মহাসিন খান আরো জানান, বাংলাদেশিদের ভারত ভ্রমণ, ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণ বা বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের প্রয়োজনীয় কাগজপত্র থাকলে তারা যাতায়াত করতে পারবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here