ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
আজ ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ তাঁর বক্তব্যের মধ্যে তিনি উল্লেখ করেছেন “এক দেশ এক নির্বাচন” এর কথা।
উল্লেখ্য গত আগস্টে নতুন সন দেশী লোকসভা নির্বাচনের সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন একসাথে করার পরামর্শ দেয়। কমিশনের দাবি ভিন্ন ভিন্ন রাজ্যে ভিন্ন সময়ে নির্বাচন বাবদ যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় দেশব্যাপী একসাথে ভোট হলে সেই ব্যয় বহুলাংশে কমে যাবে। পাশাপাশি কমিশনের রিপোর্টে বলা হয় দেশের বর্তমান সাংবিধানিক অবস্থান থেকে সারা দেশজুড়ে একসাথে নির্বাচন করা সম্ভব নয়।
কিন্তু কত বছর আগস্ট এর পরে থেকে দেশব্যাপী এক দেশে এক নির্বাচনের ব্যাপারে আলোচনা শুরু হয়। আজ লালকেল্লা থেকে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো একবার এক দেশ এক নির্বাচনের কথা মনে করিয়ে বক্তব্য রাখেন।
তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অভিমত এক দেশ এক নির্বাচনের ফলে বিজেপি আলাদাভাবে আদৌ কোন সুবিধা পাবে কিনা এবং সেই কারণে প্রধানমন্ত্রী এক দেশ এক নির্বাচনের ওপরে বেশি করে গুরুত্ব আরোপ করছেন সেটিই লক্ষণীয় ?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584