ওয়েব ডেস্ক, মাদুরাইঃ
“আমি সত্যিই পড়াশুনা করেছি ভালো করে, কিন্তু সফল না হওয়ার ভয় পাচ্ছি। আমি দুঃখিত” সুইসাইড নোট এক সম্ভাবনাময় নিট পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে মাদুরাইয়ে। সফল না হতে পারার আতঙ্কে আত্মঘাতী হয়েছে এই সম্ভাবনাময় পড়ুয়া।
ছাত্রীটির বাবা একজন পুলিশকর্মী। গত বছর মেয়েটি নিট পরীক্ষা দেন কিন্তু কৃতকার্য হননি। সেই মানসিক চাপেই আত্মহত্যার পথ বেছে নিল সে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দুটি একই কারণে আত্মহত্যার ঘটনা ঘটলো তামিলনাডুতে।
#NEET அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்தது அதிர்ச்சி!#NEET மாணவர்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா மரணம் முதல் ஜோதிஸ்ரீ துர்காவரை உணர முடிகிறது.
மீண்டும் சொல்கிறேன்;தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல!#BanNeet_SaveTNStudents pic.twitter.com/8EjDvrbXEK
— M.K.Stalin (@mkstalin) September 12, 2020
তামিলনাড়ুর রাজনৈতিক ব্যক্তিত্বরা সকলেই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী ও. পানিরসেলভাম নিজের টুইটার হ্যান্ডেলে শোকবার্তা জানিয়েছেন এবং কেন্দ্র সরকারকে অনুরোধ করেছেন নিট পরীক্ষা তুলে দেওয়ার কথা বিবেচনা করার জন্য।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী ছাত্রদের কাছেও আবেদন জানিয়েছেন তারাও যাতে পরীক্ষা ব্যাপারটা সহজ ভাবে নিতে শেখে। মনের জোর না হারানোর পরামর্শ দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ করোনা আবহে আজ রাজ্যে নিট পরীক্ষায় বসছেন প্রায় ৭৭ হাজার
মুখ্যমন্ত্রী লিখেছেন, অভিভাবকরাও যাতে আরেকটু দায়িত্ববান হন, সন্তানদের ওপর অযথা চাপ সৃষ্টি না করে তাদের সাথে সহযোগিতা করার কথা বলেন তিনি।
এম . কে স্ট্যালিন ও শোকপ্রকাশ করেছেন এই ঘটনায়। টুইটে তিনি নিটের বিপক্ষেই কথা বলেছেন। লিখেছেন নিট পরীক্ষা ছাত্রছাত্রীদের ওপর যে ভয়ংকর চাপ, তা অনেক ছাত্রই নিতে পারছেনা, হারিয়ে যাচ্ছে কিছু অমূল্য জীবন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584