নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্ক
কোভিড আক্রান্ত হয়ে বিহারে ছাত্রীর মৃত্যু, নিট পরীক্ষার্থী ছিলেন তিনি। বিরোধী দল আরজেডির টুইটে এই ছাত্রীর মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে কেন্দ্রীয় সরকারকে।

গত সপ্তাহে মুজফরপুরের সকরা গ্রামের বাসিন্দা এই ছাত্রী নিট পরীক্ষা দিতে গিয়েছিলেন পাটনা। বাড়ি ফিরে আসার পর থেকেই তাঁর প্রচন্ড জ্বর এবং তীব্র পেটে যন্ত্রনা শুরু হয়। তাঁকে ভর্তি করা হয় স্থানীয় কোভিড হাসপাতালে।
यह मौत #coronavirus से नहीं, इस देश के अहंकारी #VirusPM के कारण हुई है।
हमने लगातर मांग की #JEE और #NEET दोनों परीक्षाएं रद्द हो। लेकिन सरकार अपनी आत्ममुग्धता में किसकी सुनती है? देश की सरकार इस मौत की जिम्मेदार है। #VirusPM
pic.twitter.com/hijAeCt6yf
— RJD Muzaffarpur (@MuzaffarpurRjd) September 22, 2020
আরও পড়ুনঃ প্রয়াত করোনা আক্রান্ত কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি
সেখান থেকে ছাত্রীটিকে রেফার করা হয় শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে। কিছু সময় পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ও কিছুক্ষণ পরে তাঁকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল। মৃত্যুর পরে কোভিড টেস্টের রেজাল্ট জানা যায় পজিটিভ।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি: ২৪শে সেপ্টেম্বর
ছাত্রীটির বাড়ির সদস্যদের মধ্যে দুজন তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁরাও পজিটিভ জানা গেছে। কোভিড প্রটোকল মেনেই তাঁর অন্তিম সংস্কার করা হয়।
রাষ্ট্রীয় জনতা দল(RJD) এই মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী করেছে কেন্দ্রীয় সরকারের নিষ্ঠুর গোঁয়ারতুমিকে। বিভিন্ন রাজ্য সরকারের অনুরোধ আবেদন সব অগ্রাহ্য করে পরীক্ষা নেওয়ার ফল, মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো দেশের ভবিষ্যত প্রজন্মকে। ইতিমধ্যে ১৫জন নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন তামিলনাডুতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584