ঘাটালে আবর্জনায় শিশুপুত্র,গ্রেফতার ২

0
94

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মাত্র কুড়ি দিনের শিশুপুত্রকে আবর্জনার মধ্যে ফেলতে গিয়ে হাতে-নাতে ধরা পড়ল দু’ জন। সোমবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের বিবেকানন্দ মোড়ের মর্গের সামনে ।

child | newsfront.co
প্রতীকী চিত্র

ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন শিশুটির বয়স কুড়ি দিনের মতো হবে বলে জানা গেছে। বর্তমান ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা শিশুটিকে ফেলতে এসেছিল তাদের দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ চন্দ্রকোনায় দু’টি বাসের রেষারেষিতে সাইকেল আরোহীর মৃত্যু

তারা কেন জীবন্ত শিশুকে আবর্জনার স্তূপে ফেলতে এসেছিল তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। তাদের কথার মধ্যে অনেক অসঙ্গতি থাকায় আমরা পরিচয় বা ঘটনা সম্পর্কে এখনও সুনিশ্চিত হইনি।ঘাটাল বিবেকানন্দ মোড়ে মর্গের সামনে ঘাটাল পুরসভার সমস্ত আবর্জনা ফেলা হয়। সোমবার সন্ধ্যায় এক যুবক-যুবতীকে একটি ছোট্ট ফুটফুটে শিশুকে টুপি ও সোয়েটার পরানো অবস্থায় ওই আবর্জনার মধ্যে ফেলতে দেখে এলাকায় ঘোরাঘুরি করা লোকেদের সন্দেহ হয়।

আরও পড়ুনঃ বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁশকুড়ায় পুলিশের প্রশিক্ষণ

তারা ওই যুবক-যুবতীকে আটক রেখে শিশুটিকে দেখতে যায়। প্রত্যক্ষদর্শী এক জন বলেন আমরা গিয়ে দেখি শিশুটি আবর্জনায় পড়ে কাঁদছে। সেই মূহুর্তে এলাকার বাসিন্দারা শিশুটিকে কোলে তুলে নিয়ে পুলিশকে খবর দেন । পুলিশ ওই যুবক- যুবতীকে আটক করে থানায় নিয়ে যায় ।স্থানীয়রা উদ্ধার করে শিশুটি কে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে। শিশুটি ভালো রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ কনকনে ঠান্ডায় একটা ত্রিপলের নীচে পালা করে উষ্ণতার খোঁজ ভাঙন বিধ্বস্তদের

ঐ ঘটনায় সন্তু দে নামে এক যুবক ও প্রিয়া দাস নামে এক যুবতীকে ঘাটাল থানার পুলিশ গ্রেফতার করেছে। সন্তু দে, র বাড়ি চন্দ্রকোনা টাউন থানার রামজীবনপুরে ও প্রিয়া দাসের বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুর এলাকায়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেন তারা শিশুটিকে আবর্জনায় ফেলে দিতে গিয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here