দু’বার নেগেটিভ হয়েও শেষবার পজিটিভ হয়ে করোনায় মৃত্যু লালবাজারের পুলিশকর্তার

0
148

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা সংক্রমণে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বেশ কয়েকজন পুলিশকর্মী-সহ প্রাক্তন গোয়েন্দাকর্তার স্ত্রীরও। সেই তালিকায় এবার নাম যুক্ত হল লালবাজারের ট্রাফিক বিভাগের ইক্যুইপমেন্ট সেলের অফিসার-ইন-চার্জ অভিজ্ঞান মুখোপাধ্যায়ের। দু-দু’বার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসা সত্ত্বেও তৃতীয়বার তার রিপোর্ট পজিটিভ আসে। শুক্রবার সকাল ৮ টা নাগাদ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Abhigyan Mukherjee | newsfront.co
অভিজ্ঞান মুখোপাধ্যায়। ফাইল চিত্র

পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিজ্ঞানবাবুকে নিয়ে এখনও পর্যন্ত ৪ জনের করোনা সংক্রমণে মৃত্যু হল। বেশ কিছুদিন ধরেই শরীর অসুস্থ ছিল কড়েয়ার বাসিন্দা অভিজ্ঞান বাবুর। আগে তাঁর দুবার রিপোর্ট এসেছিল নেগেটিভ। বৃহস্পতিবার রাতে ফের শ্বাসকষ্ট শুরু হয় অভিজ্ঞানবাবুর। সূত্রের খবর, শেষ বারের রিপোর্ট তাঁর পজেটিভ এসেছিল। এতটা বেশি অসুস্থ থাকার পরও কি করে আগের দু’বার পরীক্ষায় ধরা পড়ল না, করোনা পরীক্ষার কিটে কোনও গণ্ডগোল ছিল কি না, সেই প্রশ্ন তুলেছেন তাঁর সহকর্মীরা।

আরও পড়ুনঃ রাজ্যের ১১ টি অঞ্চলকে চিহ্নিত করে গণহারে অ্যান্টিবডি টেস্টের প্রস্তুতি শুরু রাজ্যের

ফের তাদের আরও এক সহকর্মীর মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতা পুলিশ। এই করোনা-যোদ্ধার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে একটি ফেসবুক পোস্ট, টুইটও করা হয়েছে। লেখা হয়েছে, “ ইনস্পেক্টর অভিজ্ঞান মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। কলকাতা ট্রাফিক পুলিশের ইকুইপমেন্ট সেলে অফিসার-ইন-চার্জ হিসাবে কর্মরত ছিলেন। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে।

আরও পড়ুনঃ গোষ্ঠী সংক্রমণের আশঙ্কায় সিল গোবিন্দপুর রেল কলোনি

কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হয়ে আজ প্রাণ হারালেন। আমাদের এই প্রয়াত সহযোদ্ধার পরিবারের হাতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে শীঘ্রই। প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি এবং সর্বতোভাবে থাকব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here