ফের হাতির হানায় বৃদ্ধার মৃত্যু মাদারিহাটে

0
24

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

হাতির হানা অব্যাহত মাদারিহাট বীরপাড়া ব্লকে। ফের বৃহস্পতিবার ভোরে হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের উত্তর ছেকামারিতে। বৃদ্ধার নাম জ্ঞানবালা বর্মন। অনুমানিক বয়স ৬২ বছর।

elephant attack | newsfront.co
প্রতীকী চিত্র

স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি দলছুট হাতি দরমার বেড়া ভেঙ্গে বৃদ্ধার ঘরে ঢোকে। সে সময় বৃদ্ধা প্রাণ বাঁচাতে পালাবার চেষ্টা করলেও, পালাতে পারেননি। ঘর থেকে টেনে হিচঁড়ে ঘটনাস্থলেই তাকে মেরে ফেলে। পরে গ্রামবাসীদের চিৎকার ও পটকার আওয়াজে হাতি দুটি পালিয়ে যায়।খবর দেওয়া হয় বন দফতরে, ঘটনাস্থলে পৌঁছায় মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা ৷

আরও পড়ুনঃ জলবন্দি তমলুক জেলা হাসপাতাল, দুর্ভোগ

পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে দেহটি ময়না তদন্তের জন্য পাঠায় । এই বিষয়ে মাদারিহাটের বন দফতরের রেঞ্জার রামিজ রোজার বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবার ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। প্রয়োজনীয় কাগজপত্র পেলে প্রথমে ২ লক্ষ এবং ময়না তদন্তের রিপোর্ট জমা দিলে অবশিষ্ট ২ লক্ষ টাকা দেওয়া হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য চলতি একমাসের মধ্যে ব্লকের রহিমপুর, মধ্য ও উপর ছেকামারিতে হাতির হানায় মৃত্যু হল মোট তিন জনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here