নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বাড়ির পাশের পুকুরের জলে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়,বুধবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার ভদ্রকালী গ্রামে ৷ জানা গিয়েছে মৃত বৃদ্ধের নাম অর্জুন সাউ , বয়স আনুমানিক ৭৪ বছর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন ৷ চারদিকে খোঁজখবর করার পরে স্থানীয় লোকজন প্রতিবেশীর পুকুরে আগাছার মাঝে তার ভাসমান দেহের অংশ দেখতে পায়,সাথে সাথে খবর দেওয়া হয় নারায়ণগড় থানার পুলিশকে।
আরও পড়ুনঃ ডায়মন্ড হারবারে পুকুর থেকে দেহ উদ্ধার, চাঞ্চল্য
এরপর পুলিশের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই বৃদ্ধের দেহটি উদ্ধার করা হয়েছে। কোন কারণ বশত জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।
ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় নারায়ণগড় থানার পুলিশ, অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584