রায়গঞ্জে করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

0
26

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মঙ্গলবার রাত দশটা নাগাদ রায়গঞ্জ মেডিকেল কলেজে ও হাসপাতালের আইসোলেশন বিভাগে ওই বৃদ্ধের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম খোসি ঋষি(৬০)। বাড়ি করণদিঘী থানার হাটখোলা এলাকায়।

deadbody | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গিয়েছে, সোমবার সকালে প্রবল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজের আইসোলেশন বিভাগে বৃদ্ধকে ভর্তি করা হয়। দুপুরে বৃদ্ধের লালারসের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের ভাইরোলজিক্যাল ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ওই বৃদ্ধের লালারসের নমুনার রিপোর্ট পজেটিভ আসে। কিন্তু, কোভিড হাসপাতালে স্থানান্তরিত করার আগেই মৃত্যু হয় ওই বৃদ্ধের।

আরও পড়ুনঃ নতুনকরে ১৭জন করোনা আক্রান্ত দক্ষিণ দিনাজপুরে

রায়গঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় বলেছেন, “করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। মর্গে মৃতদেহ রাখা হয়েছে। পরিবারকে জানানো হয়েছে। পুলিশকে জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে সৎকারের ব্যবস্থা করা হবে।

” বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজে মহিলা আইসোলেশন বিভাগে ৯ জন ও পুরুষ আইসোলেশন বিভাগে ৮ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। তাদের রায়গঞ্জ কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here