নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকায়। জানা গেছে, কালচিনি ব্লকের সাঁতালি মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা সুজেন কার্জী গতকাল তার ঘর থেকে বের হয় উত্তর মেন্দাবাড়ির উদ্দেশ্যে।
উত্তর মেন্দাবাড়িতে এক আত্মীয় সাথে দেখা করে, সেখান থেকে রাতে রওনা দিলেও বাড়ি ফেরেননি তিনি। শনিবার ভোরে গ্ৰামের রাস্তার পাশেই তার দেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। পুলিশ ও বন দফতরে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের মেন্দাবাড়ি বীটের কর্মীরা ও কালচিনি থানার পুলিশ।
আরও পড়ুনঃ ধুন্ধুমার ডোমকল বিডিও অফিস চত্বর
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক ধারণা, রাতের অন্ধকারে বুনো হাতির সামনে পড়ে যান সুজেনবাবু। হাতি শুঁড়ে তুলে রাস্তায় আছাড় মারাতেই ওই প্রৌঢ়ের মৃত্যু হয়ে থাকতে পাড়ে বলে মনে করছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584