ফরাক্কায় আকস্মিক মৃত্যু বৃদ্ধের

0
78

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ফরাক্কা চিত্তরঞ্জনের সবজি মার্কেটে স্বপন দাস নামের সত্তর বছরের এক বৃদ্ধের আকস্মিক মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায় বৃদ্ধের বাড়ি নবদ্বীপ এলাকায়, কিন্তু বর্তমানে উনি থাকতেন ফরাক্কা ব্যারেজের ৯ নম্বর ব্লকে। পরিবারে স্ত্রী-পুত্র কন্যা থাকলেও তাদের সাথে পারিবারিক কোন সম্পর্ক ছিল না বলে জানা যায়।

old man dead | newsfront.co
নিজস্ব চিত্র

গত তিন দিন যাবত ওই বৃদ্ধ জ্বরে ভুগছিলেন, আজ সকালে হঠাৎ করে ভীষণ রকম অসুস্থতা বোধ করলে দোকানের কর্মচারীরা ওনাকে বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে জঙ্গিপুরে রেফার করা হয়।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

কিন্তু দোকানের কর্মচারীরা তাকে ঘুরিয়ে আবার সেই দোকানে নিয়ে আসে, তার কিছুক্ষণের মধ্যেই তিনি প্রাণ ত্যাগ করেন। পরিবারের লোকেদের খবর দেয়া হলেও পরিবার থেকে সেরকম ভাবে কেউ যোগাযোগের জন্য আসেনি বলে জানা গিয়েছে।

প্রায় তিন ঘন্টা নাগাদ তার বডি বাজারের মধ্যেই পড়েছিল। অবশেষে বাজারের কিছু স্থানীয় লোকজনের তৎপরতায় তার মৃতদেহকে মিলিগ্রাম হাসপাতালে আবার নিয়ে যাওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here