শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কালীপুজোর আগে বা কালীপুজোর সময় বাজির আগুনে মাঝে মাঝে অগ্নিকাণ্ড হবার ঘটনা ঘটে। কিন্তু চলতি বছরে হাইকোর্ট নিষিদ্ধ করে দেওয়ার পরে সেভাবে বাজি ফাটানোর রমরমা দেখা যায়নি। তারপরেও কালীঘাটের পটুয়াপাড়ায় ভোররাতে বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার।
স্থানীয় বাসিন্দাদের দাবি, জখম হয়েছেন আরও একজন।দমকল সূত্রের খবর বৃহস্পতিবার ভোররাতে ওই বাড়িটিতে আগুন লাগে বলে জানা যাচ্ছে। সেই বাড়িতে প্রতিমা তৈরি হত। তবে কিভাবে আগুন লাগে তা জানা যায়নি।
আরও পড়ুনঃ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে হাইকমিশন অফিসে ডেপুটেশন দিল বজরং দল
ঘিঞ্জি এলাকা হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের ৪টি ইঞ্জিনকে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। আহত ব্যক্তি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।তবে এই আগুনে বাড়ির সমস্ত কিছু ভস্মীভূত হয়ে গিয়েছে।
কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট জানা না গেলেও বাড়ির ভেতরে প্রতিমা তৈরীর জন্য বিভিন্ন দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত বড় আকার নিয়েছে বলে জানা গিয়েছে। তবে কয়েক ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584