চরম অমানবিকতার নিদর্শন! বৃদ্ধা মাকে বাড়ির শৌচালয়ে দু’সপ্তাহ আটকে রাখল ছেলে

0
92

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

চরম অমানবিক ও নিষ্ঠুরতার শিকার ৯৫ বছর বয়সী বৃদ্ধা। তাঁর নিজের বাড়ির শৌচালয়ে দু সপ্তাহ ধরে বৃদ্ধাকে আটকে রাখে তাঁর নিজেরই ছেলে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর সালেম জেলায়। ভাগ্যক্রমে রবিবার বৃদ্ধার ক্ষীণ আর্তি শুনতে পান প্রতিবেশীরা, তাঁরাই খবর দেন সামাজিক সুরক্ষা আধিকারিকদের। এরপর উদ্ধার করা হয় বৃদ্ধাকে, জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

inhuman son | newsfront.co
চিত্র সৌজন্যেঃ এনডিটিভি

স্থানীয় মানুষেরা বৃদ্ধার করুণ সাহায্যের আর্তি শুনতে পেয়ে জেলার সামাজিক সুরক্ষা আধিকারিকদের কাছে অভিযোগ জানান যে ওই বৃদ্ধাকে জোর করে আটকে রাখা হয়েছে। এরপরেই জেলার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং পুলিশের একটি দল পৌঁছায় মালুরে বৃদ্ধার ফ্ল্যাটে। সেখানেই শৌচালয়ের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে বৃদ্ধাকে শুয়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে বয়স্ক মানুষদের সাহায্যার্থে কাজ করে এমন এক এনজিও র কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তারাই বৃদ্ধার দেখাশোনা ও চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

আরও পড়ুনঃ বিহার থেকে তুলে নেওয়া হল লকডাউন, জারি থাকবে নাইট কার্ফু

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বৃদ্ধার নাম রাধা দেবী। চার সন্তান রয়েছে তাঁর কিন্তু মায়ের দায়িত্ব নিতে নারাজ চারজনই। রাধা দেবী তাঁর মৃত স্বামীর পেনশনও পান কিন্তু তা নিয়ে নেয় তাঁর ছোট ছেলে এবং সেই ছেলেই মাকে ওইভাবে শৌচালয়ের মধ্যে আটকে রেখেছিল। তবে পুলিশের বহু অনুরোধেও রাধা দেবী তাঁর সন্তানের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করতে রাজি হননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here