নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
লরির ধাক্কায় এক পথচারীর মৃত্যুর ঘটনায় তুলকালাম বালুরঘাট ব্লকের পার পতিরাম এলাকায়। স্থানীয়রা মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘাতক সেই লরিটিকে আগুনও ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকেও ইঁট ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা। ঘটনার প্রায় দুই ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশি আশ্বাসের পরে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। অন্যদিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তার পরে শুরু হয় যান চলাচল।
আরও পড়ুনঃ খড়িবাড়ি ধর্ষণ কান্ডে অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ আদিবাসী বিকাশ পরিষদের
স্থানীয়দের অভিযোগ, পতিরামের আত্রেয়ী ব্রিজ পার করেই পারপতিরাম এলাকায় কোনো যান নিয়ন্ত্রণ নেই। যার ফলে প্রায়ই বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারাচ্ছে বাসিন্দারা। পুলিশকে বার বার জানিয়েও লাভ হয়নি। এদিন তার জেরেই বাসিন্দারা বিক্ষোভ দেখায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম হরিপদ সরকার। বাড়ি কলোনী পাড়ায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584