মদ্যপ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু

0
113

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ফের রাতের শহরে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণহানি হল এক পথচারীর। রবিবার রাতে গড়ফার সাপুই পাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে যাদবপুর থেকে বাইপাসের দিকে গাড়ি চালিয়ে আসার সময় এই কাণ্ড ঘটিয়েছেন এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া।

accident car | newsfront.co
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ৷ নিজস্ব চিত্র

ব্যবসায়ী পুত্রের গাড়িতে ছিলেন তাঁর দুই বন্ধুও। প্রত্যকেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ।পুলিশ সূত্রে খবর, প্রিন্স আনওয়ার শাহ রোড থেকে মদ্যপ অবস্থায় দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র শুভম বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ বালুরঘাটে টোটো- ছোট গাড়ি সংঘর্ষ,গুরুতর জখম টোটো চালক

সকলেই প্রচুর মদ খেয়ে ছিলেন এবং গাড়ির মধ্যে পার্টি চলছিল। বাইপাসে ওঠার আগে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সাঁপুইপাড়ার কাছে একটি লাইটপোস্টে ধাক্কা মারে। সেখানে দুই ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। ঘটনাস্থলেই প্রাণ হারান রতন সরকার। আহত হন নীলোৎপল বিশ্বাস।

আরও পড়ুনঃ সামশেরগঞ্জে মাদক ট্যাবলেট উদ্ধার, ধৃত ৩

দুর্ঘটনার পর অভিযুক্ত পড়ুয়া শুভম বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ, ২৭৯, ৩০৪(পার্ট-২), ৩০৮, ৪২৭ এবং ১৮৫ মোটর ভেহিকেলস অ্যাক্টেও মামলা হয়েছে। দুর্ঘটনার পর তিনজনকেই পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। তারপর পুলিশ ওই ছাত্রকে গ্রেফতার করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here