নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পাড়ারই এক মধ্যবয়সী ব্যক্তিকে গ্রেফতার করল খড়্গপুর লোকাল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মেউদিচক গ্রামে। গ্রামের ১৪ বছরের এক নাবালিকার উপর ঘটেছে ঘটনাটি।
দরিদ্র পরিবার, সংসার চালাতে তাই স্বামী স্ত্রী দুজনকেই কর্মসূত্রে সারাদিনই বাড়ির বাইরে থাকতে হয়। নাবালিকা মেয়ে বাড়িতেই থাকতো, সেই সুযোগেই গ্রামেরই বাসিন্দা সুজয় মহাকুর (৩৫) বাড়িতে ঢুকে ধর্ষণ করে নাবালিকাকে। এরপর তাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি বলে অভিযোগ। গত ১৫/২০ দিন ধরে মেয়ে অসুস্থতা বোধ করায়, তাকে চিকিত্সা করাতে নিয়ে গেলে চিকিত্সক বলেন, নাবালিকা প্রায় ৬ মাসের গর্ভবতী।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত ঐশ্বর্য,আরাধ্যা
এরপরই সমস্ত ঘটনা বাবা মাকে খুলে বলে ঐ নাবালিকা। ঘটনা জানার পরই খড়্গপুর লোকাল থানায় অভিযুক্ত সুজয় মহাকুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ গত শুক্রবার সুজয়কে গ্রেফতার করে। আজ মেদিনীপুরের বিশেষ আদালতে তোলা হয় অভিযুক্তকে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে নাবালিকার মা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584