খড়্গপুরে দিবালোকে এক যৌনকর্মীকে ভোজালির কোপ, এলাকায় উত্তেজনা

0
97

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

woman injured | newsfront.co
নিজস্ব চিত্র

বুধবার ভরদুপুরে খড়্গপুরে যৌনপল্লীতে প্রবেশ করে এক যৌনকর্মীকে ভোজালির কোপ মারার ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের কৌশল্যা এলাকার যৌনপল্লীতে। জানাযায়, এক যৌনকর্মীর সঙ্গে এক ব্যক্তির বচসা শুরু হয়, বচসার জেরে শেষমেশ ভোজালি বের করে ওই যৌনপল্লীর এক মহিলা কর্মীকে ভোজালির কোপ মারে সেই ব্যক্তিটি বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই যৌনকর্মীকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ পারিবারিক বিবাদে ভাইয়ের হাতে দাদা খুন

আক্রান্ত ওই মহিলাটি জানায়, ওই ব্যক্তি তাকে জোর করে বাইরে কোথাও নিয়ে যাবে বলে প্রস্তাব দেয় আর এই প্রস্তাব না মানায় যৌনকর্মীকে ভোজালির কোপ মারে অভিযুক্ত। তবে অভিযুক্ত ব্যক্তিকে এখনও পুলিশ ধরতে পারেনি। খড়্গপুর টাউন থানার পুলিশ ওই ব্যক্তির সন্ধানে তল্লাশি শুরু করেছে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে খড়্গপুর শহরের কৌশল্যা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here