মনিরুল হক,কোচবিহারঃ
বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা মহকুমার ১ নং ব্লকের বৈরাগী হাট গ্রাম পঞ্চায়েত এলাকার সকতিরহাট গ্রামে।
ওই ঘটনার পর পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।
পুলিশ সুত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম যামিনী রায়( ৫৫)। তার বাড়ি সকতিরহাট গ্রামে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় যামিনীবাবু মাঠ থেকে একটি গরু সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন।
সেই সময় ১১ হাজার ভোল্টেজের ইলেকট্রিক পোলের সাথে মাটিতে আর্থিন দেওয়া তারে গরুটি গা ঘেঁসে যায়। সঙ্গে সঙ্গে তারের সংস্পর্শে আসায় জলে পরে যায় গরুটি। তাঁকে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুৎ পিষ্ট হয়। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ গাড়িতে ধান বোঝাই করতে এসে তড়িতাহত যুবক
পরিবারের লোকজনের অভিযোগ, বিদ্যুৎ দফতরের গাফিলতির জন্য আজ যামিনী বাবুর মৃত্যু হয়। যামিনীবাবুর মৃত্যুকে ঘিরে এলাকায় একটা শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584