শিবশংকর চ্যাটার্জ্জী ,দক্ষিন দিনাজপুরঃ
ডিজিটাল রেশন কার্ড তৈরীর বলি হল এক ব্যক্তি। সান স্ট্রোকে মৃত্যু হল তার। সারা রাজ্য জুড়ে চলছে ডিজিটাল রেশন কার্ড তৈরির কাজ। এই রেশন কার্ড তৈরীর মাঝেই মানুষের মনে তৈরি হয়েছে এনআরসি আতঙ্ক। তাই ডিজিটাল রেশন কার্ড তৈরির জন্য সাধারন মানুষের আলাদা চাহিদা তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েই।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র পটাশপুর
সেই কারনে যেখানেই ডিজিটাল রেশন কার্ড তৈরির কাজ চলছে সেখানেই সাধরন মানুষ ভীড় জমাচ্ছেন সেই মত বালুরঘাট ব্লকেও চলছে ডিজিটাল রেশন কার্ড তৈরির কাজ।
জলঘর এলাকার বাসিন্দা মন্টু সরকার গত দুইদিন ধরে রেশন কার্ড তৈরির চেষ্টা চালালেও দুই দিন ব্যর্থ হয়ে আজ পুনরায় রেশন কার্ড করার জন্য সকাল সাতটা থেকে তিনি লাইন দাঁড়লেও বেলা বাড়তেই সূর্যের উত্তাপে তিনি অসুস্থ হয়ে পড়েন।স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584