নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রবিবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার মিঠাপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। ডালখোলা ভুষামোনি এলাকার বাসিন্দা মহম্মদ সামাউন (৬৫) এদিন ভোরে বাইক চালিয়ে বাড়ি থেকে কাজে যাচ্ছিলেন।

তখন একটি লরি অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে তাকে পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর উত্তেজিত জনতা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকে।
আরও পড়ুনঃ লালগোলাতে হেরোইন সহ ধৃত ২
স্থানীয় বাসিন্দাদের দাবি, ডালখোলা বাইপাস না হওয়ার দরুন মাঝেমধ্যেই পথ দুর্ঘটনা ঘটছে। এর ফলে প্রাণ হারাচ্ছেন এলাকার বাসিন্দারা। অবিলম্বে ডালখোলার যানজট নিয়ে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ায় আবেদন জানান স্থানীয়রা। ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠালে পরিস্থিতি স্বাভাবিক হয়। লরিটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584