চন্দ্রকোনায় করোনা আক্রান্ত এক পুলিশ কর্মী

0
49

নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুর এলাকায় প্রথম করোনা আক্রান্ত হলেন এক পুলিশ কর্মী। জানা যায় ওই পুলিশ কর্মী কলকাতায় এক প্রাক্তন মন্ত্রীর দেহরক্ষী। আর সেই পুলিশ কর্মী চন্দ্রকোনায় নিজের বাড়িতে এসে করোনায় আক্রান্ত হয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর। আর এই খবর ছড়িয়ে পড়তেই জেলা পুলিশের তরফে সিল করার প্রক্রিয়া শুরু হলো চন্দ্রকোনার মল্লেশ্বরপুর এলাকা।

sanitized | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার সকাল থেকেই রীতিমতো বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে গোটা এলাকা। প্রসঙ্গত চন্দ্রকোনা টাউনের বছর পঞ্চাশের ওই ব্যক্তি কলকাতা থেকে ১২ তারিখ চন্দ্রকোনায় আসেন, তারপরই তিনি পথ দুর্ঘটনায় আহত হন। চন্দ্রকোনার এক বেসরকারি নার্সিংহোমে তিনি তার চিকিৎসাও করান।

আরও পড়ুনঃ মালদহে আরও ৭ জনের দেহে করোনা সংক্রমণ

fire brigade | newsfront.co
নিজস্ব চিত্র

ওইখান থেকে কলকাতায় যান চিকিৎসার জন্য আর ১৪ তারিখ তার শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা চন্দ্রকোনা পুর এলাকা জুড়ে। বন্ধ করা হয় ওই নার্সিংহোম এবং কোন কোন ব্যক্তি ওই করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছে তাও খোঁজখবর নিচ্ছে স্বাস্থ্য দফতর থেকে প্রশাসনের আধিকারিকরা। এলাকায় রয়েছে কড়া পুলিশি নজরদারি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here