বউবাজারে রূপান্তরকামীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার পুলিশ অফিসার

0
93

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

এক রূপান্তরকামী ও তাঁর বান্ধবীকে হেনস্থার অভিযোগ উঠল খোদ পুলিশের অতিরিক্ত অফিসার ইন চার্জের বিরুদ্ধেই। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চাঁদনি চকের কাছে একটি রেস্তোরাঁর সামনে। একজন পুলিশ অফিসার কিভাবে এই আচরণ করতে পারেন, তাতে রীতিমত হতবাক হয়ে যান তারা দু’জন।

man | newsfront.co
অভিযুক্ত পুলিশ অফিসার ৷ নিজস্ব চিত্র

ঘটনার প্রতিবাদ করে নিগৃহীত হতে হয় তাদের গাড়ি চালককেও। সোমবার রাতে তারা বউবাজার থানায় ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত অফিসারকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয়েছে।জানা গিয়েছে, সোমবার রাত ৮টা নাগাদ ওই রূপান্তরকামী ও তাঁর দুই বান্ধবী দমদম এলাকায় ত্রাণ দিয়ে বাড়ি ফিরছিলেন। বউবাজার থানা এলাকায় চাঁদনি চকের কাছে একটি রেস্তোরাঁয় কফি খেতে গাড়ি দাঁড় করান। তখনই তাঁদের গাড়ির উপর চড়াও হন কলকাতা পুলিসের ওই অফিসার।

people | newsfront.co
অভিযোগপত্র হাতে অভিযোগকারী ৷ নিজস্ব চিত্র

গাড়ি পার্কিং নিয়েই মূলত ঝামেলা শুরু হয়। তারপর গাড়ির খোলা কাঁচ দিয়ে ওই রূপান্তরকামী মহিলার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ। অভিযোগ, গাড়ি চালক বাধা দিতে গেলে তাঁকে মারধর করে হাতও ভেঙে দেয় অভিযুক্ত। শুধু তাই নয়, অভিযুক্ত অফিসার গাড়ির সামনে দাঁড়িয়ে চুমুও ছুৃঁড়তে থাকেন।

আরও পড়ুনঃ কলকাতা পুরসভায় আজ ফের ভোট অন অ্যাকাউন্ট

এরপরই এই ঘটনায় ১০০ ডায়েল করে লালবাজারে অভিযোগ জানান নির্যাতিতারা। খবর দেন বউবাজার থানাতেও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বউবাজার থানার পুলিশ কর্মীরা। নির্যাতিতা রূপান্তরকামী মহিলার দাবি, অভিযুক্ত কলকাতা ট্রাফিক পুলিশের অ্যাডিশনাল ওসি অভিজিৎ ভট্টাচার্য, এটা তারা বউবাজার থানা সূত্রেই জানতে পারেন। এরপর তাঁরাই তাঁদের নিয়ে বউবাজার থানায় যান।

আরও পড়ুনঃ কলকাতা থেকে সারা বিশ্বের সব দুর্গাপুজোর পরিক্রমা বাড়িতে বসে এক ক্লিকেই

সেখানে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন পশ্চিমবঙ্গ রূপান্তরকামী উন্নয়ন পর্ষদের সদস্য ওই রূপান্তরকামী মহিলা। ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্ত পুলিশ অফিসারকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here