কাশ্মীর এনকাউন্টারঃ শহীদ পদস্থ পুলিশ অফিসার, খতম তিন জঙ্গিও

0
113

ওয়েবডেস্কঃ

দক্ষিণ কাশ্মীরের জঙ্গি উত্যক্ত একালা কুলগ্রাম সংলগ্ন তুরিগ্রামে তল্লাশি অভিযান চালাতে গিয়ে প্রাণ হারালেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ আমান ঠাকুর । আহত আরও একজন পদস্থ সেনা অফিসার । নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয়েছেন তিন জঙ্গি ।

২০১১ ব্যাচ থেকে জম্মু কাশ্মীর পুলিশ সার্ভিসে যোগদান করেন আমান ঠাকুর । অত্যন্ত সাহসী এই অফিসার সামনে থেকে এই এনকাউন্টারে নেতৃত্ব দিয়েছিলেন । বছর দুই আগে তাঁকে বিশেষ দায়িত্ব দিয়ে জঙ্গি অধ্যুষিত কুলগ্রামে পাঠানো হয় । সন্ত্রাসবাদ দমনে সফলতার নজির গড়ে তিনি গত মাসে ডিজিপি কর্তৃক বিশেষ ভাবে সম্মানিত হয়েছেন ।

 

রবিবার তুরিগ্রামে তল্লাশি অভিযান চালাতে গিয়ে নিরাপত্তারক্ষীদের সাথে জঙ্গিদের গুলি যুদ্ধ শুরু হয়। যুদ্ধচলাকালীন ডিএসপি আমান ঠাকুরের ঘাড়ে গুলি লাগে । সঙ্গে সঙ্গে তাকে আর্মি হসপিটাল এ উড়িয়ে নিয়ে যাওয়া হলেও তিনি মৃত্যুবরণ করেন । জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংয়ের কথায় ” দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা আমাদের সাহসী অফিসার কে হারালাম । তিনি একজন যোদ্ধা । রবিবারের যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন ।”  জখম অপর একজন আর্মি অফিসার কে চিকিৎসার জন্য ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনায় ৩ জইস  জঙ্গি  নিহত হয়েছে  বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র ও বারুদ উদ্ধার হয়েছে।

উল্লেখ্য, কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তা তুলে নিয়েছে কেন্দ্র । এর মধ্যে আবার শুক্রবার রাতে বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক  ও হামিদ ফৈয়াজ সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে । পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বাড়তি ১০০০০ অধাসেনা মোতায়েন হয়েছে কাশ্মীরে । এর মধ্যে আবার আজকের এই দুর্ভাগ্যজনক ঘটনায় নিরাপত্তা রক্ষীদের তৎপরতা দ্বিগুণ হবার আশঙ্খা ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here