নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
সোমবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের মেজবানগছ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক গর্ভবতী মহিলার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত ওই মহিলার নাম অনুপমা কুমারী(১৮)। জানা গিয়েছে যে বেশ কিছুদিন আগে বাপের বাড়িতে আসেন ওই মহিলা।
এরপর এদিন দুপুরে ওই মহিলা টেবিল ফ্যান চালু করে বিছানায় শুয়ে ছিল। হঠাৎ ই ওই ঘরে মধ্যে থাকা ছোট শিশু চিৎকার করতে থাকে। চিৎকার শুনে পরিবারের লোকজন তখন ছুটে যায়, বাইরে থেকে ডাকাডাকি করতে থাকে । কিন্তু কোন সাড়া শব্দ না মেলায় পরিবারের লোকজন কোন রকম ভাবে দরজা খোলে ।
এরপর দরজা খুলেতেই দেখতে পান যে ওই মহিলার উপর টেবিল ফ্যানটি পড়ে আছে। এই দেখে পরিবারের লোকজন বাড়ির বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেয়, এবং তৎক্ষণাৎ খবর দেন বিধাননগর থানার পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর পুলিশ।
আরও পড়ুনঃ বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ
এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পাশাপাশি ওই মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে যে ওই মহিলা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584