সোশ্যাল মিডিয়ায় জাত তুলে আক্রমণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাকে

0
297

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও মানুষের চিন্তাভাবনার কোনো বদল হল না। বর্তমানে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। করোনা ভাইরাস গ্রাস করেছে গোটা পৃথিবীকে। সংক্রমিত ও মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে।

Meruna Murmu | newsfront.co
মেরুনা মুর্মু। ছবিঃ ফেসবুক

এহেন পরিস্থিতিতে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মেরুনা মুর্মু। আর তাই ওই অধ্যাপিকাকে জাত তুলে আক্রমণ করতে পিছপা হল না নেটাগরিকদের একংশ। ইতিমধ্যে এ ঘটনায় নিন্দা ছড়িয়ে পড়েছে চারিদিকে।

তিনি নিজেই জানিয়েছেন, অনেকেই পাশে দাঁড়িয়েছেন তাঁর। আবার অনেকেই নেটদুনিয়ায় সংগঠিতভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছেন। রবিবার এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (জেইউটিএ) এবং অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (এবিইউটিএ)।

করোনা পরিস্থিতিতে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়ার সমর্থনে ২ সেপ্টেম্বর তিনি ফেসবুকে লেখেন, ‘কারও সারা জীবনের থেকে একটা শিক্ষাবর্ষ কখনওই বেশি মূল্যবান হতে পারে না।‘ এই পোস্টকে ঘিরেই মেরুনার সাঁওতাল, আদিবাসী পরিচয় নিয়ে কটাক্ষ করেন বেথুন কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী।

আরও পড়ুনঃ ওয়াই প্লাস নিরাপত্তা কঙ্গনা রানাওয়াতকে

মেরুনার পোস্টে তিনি মন্তব্য করেন, ‘এ ধরনের ভাবনাচিন্তা যারা কোটা, সংরক্ষণ নিয়ে ভাবেন তাঁদের মাথা থেকেই আসতে পারে।‘ একইসঙ্গে অভিযুক্ত ওই ছাত্রীর কটাক্ষ, ‘মেরুনা মুর্মু আদিবাসী হওয়ার পড়াশোনা, চাকরির ক্ষেত্রে নানা সুযোগ-সুবিধা লাভ করেছেন।’

প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী, দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের গবেষক মেরুনা এই মন্তব্যের রুখে দাঁড়ান। কীভাবে তাঁর মতামত এক ছাত্রী সহজে এড়িয়ে গেল এবং আদিবাসী পদবির ওপর ভিত্তি কারও যোগ্যতা কীভাবে বিচার করা সম্ভব এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন তিনি। কিন্তু তাঁর এই প্রতিক্রিয়ার পর বেথুন কলেজেরই ওই ছাত্রীর আরও কিছু সহপাঠী ওই অধ্যাপিকাকে আরও হেনস্থা করতে শুরু করে।

আরও পড়ুনঃ নয়া জাতীয় শিক্ষানীতিতে সরকারি হস্তক্ষেপ হবে ন্যূনতমঃ নরেন্দ্র মোদী

যদিও সামাজিক মাধ্যমে বেথুন কলেজ স্টুডেন্টস কমিটির তরফ থেকে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়, “এটি অত্যন্ত হতাশাজনক এবং নিন্দনীয় যে আমাদের কলেজের এক পড়ুয়া ভারতে যে এখনও পর্যন্ত জাতি, বর্ণভেদের অস্তিত্ব রয়েছে তা সম্পর্কে অবগত নন। তিনি জানেন না, জাতি, বর্ণের নামে যাঁরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত তাঁদের ক্ষেত্রে সংরক্ষণ কতটা প্রয়োজনীয়। ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক এবং এতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানহানি হয়েছে।”

ওই বিবৃতিতে আরও জানানো হয়, “বেথুন কলেজের সমস্ত পড়ুয়ার তরফ থেকে তৃতীয় বর্ষের ওই ছাত্রীর বেপরোয়া মন্তব্যের ঘটনার নিন্দা জানাচ্ছে স্টুডেন্টস কমিটি। আমরা এ অবস্থায় অধ্যাপিকা মেরুনা মুর্মু এবং এই ক্যাম্পাস, রাজ্য এবং দেশের সমস্ত দলিত সম্প্রদায়ের সংগ্রামে পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি।”

এদিকে, যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের (জেইউটিএ) সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় এক বিবৃতিতে বলেছেন, ‘মেরিনা মুর্মুর ওপর এমন ধরনের নজিরবিহীন আক্রমণ শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকার ওপরই নয়, এটি সারা দেশের প্রতিটি শিক্ষকের ওপর আক্রমণ।‘ একইরকম বিবৃতি দিয়ে এই ঘটনার নিন্দা প্রকাশ করেছে অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here