আরজিকরেও করোনা আক্রান্ত চিকিৎসক, কোয়ারেন্টাইনে ৯

0
27

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

মেডিক্যাল কলেজের পর এবার আরজিকরে কার্ডিওলজি বিভাগের এক চিকিৎসকের রিপোর্ট এল করোনা পজিটিভ। ঘটনা প্রকাশ্যে আসার পরেই হুলুস্থুলু পড়ে গিয়েছে ওই হাসপাতালে। ওই চিকিৎসক ছাড়াও এক নার্স এবং এক ওয়ার্ড বয়-সহ ৬ জনের করোনার সংক্রমণ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁর সংস্পর্শে আসা ৯ জন চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

Corona | newsfront.co
প্রতীকী চিত্র

সূত্রের খবর, ১৮ এপ্রিল আরজি কর হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ভর্তি এক রোগীর মৃত্যু হয়। ওই রোগীর মৃত্যুকে কেন্দ্র করেই আশঙ্কা ছড়িয়ে পড়ে। ওই রোগীর শরীরে একাধিক করোনা উপসর্গ ছিল। তাঁর মৃত্যুর পরই বিভিন্ন জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়। তখনই ওই চিকিৎসকের শরীরে করোনা সংক্রমণের আশঙ্কার খবর মেলে। তারপরেই বাকি সকলকে কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, কিছুদিন আগেই করোনা আক্রান্তের মৃত্যুতে বন্ধ করে দেওয়া হয়েছিল আরজিকর হাসপাতালের মেডিসিন ওয়ার্ড। সেই সময় স্বাস্থ্য ভবন সূত্রে খবর , মেল ওয়ার্ডে ভর্তি থাকা দু-জন ব্যক্তির শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ রিপোর্ট পজিটিভ আসে । তার মধ্যে একজনের মৃত্যু হয়েছিল।

তারপরই দ্রুত স্যানিটাইজেশন করা হয় ওই ওয়ার্ড। তখন হাসপাতাল কর্মীদের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আর এবার নতুন করে হাসপাতালের চিকিৎসকের করোনা আক্রান্তের খবরে ফের সেই আতঙ্ক বেড়েছে। যদি এই নিয়ে স্বাস্থ্য দফতরের তরফে সরকারি ভাবে কিছু বলা হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here