আরজিকর সিসিইউ বিভাগের নার্স আক্রান্ত! কোয়ারেন্টাইনে ৩ চিকিৎসক-সহ ১০জন

0
115

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যে ফের করোনার কোপে পড়লেন আরও এক স্বাস্থ্য কর্মী। করোনা আক্রান্ত বাড়ল আরজি করে৷ সূত্রের খবর, এবার আক্রান্ত হলেন আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিসিইউ বিভাগে কর্মরত আরও এক নার্স । তাঁর সংস্পর্শে আসা ৩ জন চিকিৎসক ও ৭ জন নার্সকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

R G kar | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, এপ্রিল মাসের শেষের দিকে আরজিকর হাসপাতালে কার্ডিওলজি বিভাগের এক চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার ফের নার্সের করোনা সংক্রমণ ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে। দু’দিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন মেঘালয়ের বাসিন্দা টাটা ক্যানসার হাসপাতালের এক নার্স। তিনি মেঘালয়ের বাসিন্দা।

আরও পড়ুনঃ রায়গঞ্জের তিন গ্রাম ‘কন্টেইনমেন্ট জোন’

স্বাস্থ্যদফতর সূত্রে জানা গিয়েছে, ওই নার্স নিউটাউনের বিই ব্লকে ভাড়া থাকতেন। তাঁর রুমমেটকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে পিয়ারলেস হাসপাতালের দুজন চিকিৎসক, একজন নার্স এবং দুজন স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। এছাড়া করোনা পজিটিভ হয়েছিলেন করোনা ওয়ার্ডে কর্মরতা এমআর বাঙুরের নার্স, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কর্তব্যরত এনআরএস হাসপাতালের এক নার্স-ও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here