নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার সাতসকালে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ অফিস সংলগ্ন এলাকায় এক রিকশাচালকের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হল। জানা গিয়েছে দুলু দাস নামে বছর চল্লিশের ওই রিকশাচালকের বাড়ি মেদিনীপুর শহরের চিড়িমারসাই এলাকাতে।
পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা থেকেই তিনি বাড়ি ফেরেননি। দুলু দাস সব সময় মদ্যপ অবস্থাতেই থাকত বলে স্থানীয়রা জানিয়েছে। এরপর শনিবার সকালে জেলা পরিষদের গেট সংলগ্ন এলাকাতে নিজের রিকশাতেই তার নিথর মৃতদেহ উদ্ধার হয়।
আরও পড়ুনঃ মোটা টাকার পণ না পাওয়ায় বিয়েতে নারাজ প্রেমিক, রঘুনাথগঞ্জে আত্মঘাতী প্রেমিকা
তাকে ডাকাডাকি করে তার কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা কোতোয়ালী থানার পুলিশ কে ফোন করে বিষয় টি জানায়। কোতোয়ালী থানার পুলিশ ওই ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কি কারণে ওই রিকশা চালকের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে বলে কোতোয়ালী থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ অফিস চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584