শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মদের দাম নিয়ে বচসার জেরে এক হাতে এক রিকশাচালককে মাথা থেঁতলে খুন করল আরেক রিকশাচালক। শনিবার ভোরবেলা ঘটনাটি ঘটেছে পাটুলি থানা এলাকার বাঘাযতীন উড়ালপুলের দক্ষিণ দিকে ইএম বাইপাসের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুভাষ চন্দ্র শর্মা। লোকজন জড়ো হয়ে যাওয়ায় সেই মুহূর্তে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যে অভিযুক্ত সেলিম হালদারকে গ্রেফতার করে পুলিশ। বা হাত কাটা সেলিম এক হাত দিয়েই মৃতের মাথা থেঁতলে এই খুন করেছে বলে জানান তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, সনজিৎ মণ্ডল নামে এক ব্যক্তি তার বাবাকে নিয়ে সকাল ৬ টা নাগাদ বাঘাযতীন উড়ালপুল দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎই তিনি দেখেন, বাঘাযতীন উড়ালপুলের দক্ষিণ দিকের ফুটপাথে নাইলনের একটি ব্যাগ দিয়ে বাঁ হাত কাটা একজন ব্যক্তি আরেকজনকে ক্রমাগত আঘাত করে যাচ্ছে। রক্তাক্ত অবস্থায় ছটফট করছে আরেক জন। সেই মুহূর্তে তারা ছুটে এসে অভিযুক্ত সেলিম মাথায় কিছু দাগ দেখিয়ে বলে, মদের দাম কে কত দিয়েছে তা নিয়ে ঝগড়া। আহত ওই যুবকের জন্য সে চোট পেয়েছে। আজ ওই যুবককে সে শেষ করে দেবে।
এদিকে এই পরিস্থিতি দেখে প্রত্যক্ষদর্শী সনজিৎবাবু চিৎকার শুরু করেন। রাস্তায় লোকজন জড়ো হয়ে যায়। বেগতিক দেখে চম্পট দেয় সেলিম। এ দিকে স্থানীয় মানুষজনের কাছ থেকে অভিযুক্তের বর্ণনা শুনে খোঁজ শুরু করে পুলিশ। কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্তকে পাকড়াও করে ফেলেন তদন্তকারীরা।
আরও পড়ুনঃ লকডাউনে বেপরোয়া গাড়ি, আটকাতে গিয়ে জখম ২ পুলিশকর্মী
পুলিশ ঘটনাস্থলে গিয়েও রক্তমাখা ফুটপাতে পাতার টালির টুকরো খুঁজে পায়। যা ছিল একটি নাইলনের ব্যাগে। পুলিশ জানতে পারে, মৃত এবং আততায়ী দু’জনেই গভীর রাত পর্যন্ত মদ্যপান করে। ভোরবেলা মদের দাম মেটানো নিয়ে গন্ডগোল শুরু হয়।
সেখান থেকেই সুভাষ আচমকা সেলিমকে মারলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। তার জেরেই সে মদ্যপ অবস্থায় সুভাষকে ওই নাইলনের ব্যাগ দিয়ে ক্রমাগত মারতে থাকে। সেই আঘাতেই মৃত্যু হয় বাঘাযতীন রেল স্টেশনের বাসিন্দা রিকশাচালক সুভাষের।পুলিশ ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে বাঘযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584