নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
এসটিএফ ও বৈষ্ণবনগর থানার পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ল এক জালনোট পাচারকারী। এদিন বাখরাবাদ এলাকায় অভিযান চালিয়ে সাফল্য পায় পুলিশ ও এসটিএফ।
এদিন উদ্ধার হয়েছে ১ লক্ষ ৯০ হাজার টাকার জালনোট। সব জাল নোটগুলিই ২০০০ টাকার নোটের আদলে ছাপানো। ধৃতকে এদিন জেলা আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম, মোশারফ শেখ (৬০)।
সে মালদহ জেলার বাখরাবাদ চর এলাকার বাসিন্দা। তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে ৯৫ টি ২ হাজার টাকার নোট। পুলিশ জানিয়েছে, রাজ্য এসটিএফ -এর কাছে গোপন সূত্রে খবর আসে ঐ এলাকায় এই জাল নোট পাচারকারী রয়েছে।
আরও পড়ুনঃ সদ্যজাতের মৃত্যুকে কেন্দ্র করে মালদহ মেডিকেলে উত্তেজনা
এরপর বৈষ্ণবনগর থানার পুলিশকে সাথে নিয়ে এসটিএফ যৌথভাবে অভিযান চালায় তার বাড়িতে। আর সেখান থেকে তাকে পাকড়াও করে সাফল্য পায় পুলিশ ও এসটিএফ।
শনিবার ধৃতকে পুলিশি হেফাজতে চেয়ে মালদহ জেলা আদালতে পেশ করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। পাশাপাশি পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত তার খোঁজে ইতিমধ্যে তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584