নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
লাদাখে ভারত-চিন সংঘর্ষের ঘটনায় আলিপুরদুয়ার শামুকতলা থানার অন্তর্গত বিন্দিপাড়ার ভারতীয় সেনাবাহিনীতে কর্তব্যরত অবস্থায় শহীদ হন বিপুল রায়।
বিপুল রায়ের মৃত্যুতে আলিপুরদুয়ার শামুকতলা বিন্দিপাড়া বাড়ির সামনে ভিড় অজস্র মানুষের। শহীদ বিপুল রায়ের বাড়িতে বাবা মা ভাই বউ এবং ছোট মেয়ে রয়েছে। গত ডিসেম্বরেই বাড়িতে এসেছিল শহীদ বিপুল রায়।
আরও পড়ুনঃ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান বহরমপুরে
দুঃসংবাদ পেয়ে যোগাযোগ করা হচ্ছে সেনাবাহিনীর সাথে এমনটাই জানা গিয়েছে পাড়াপড়শিদের কাছ থেকে।ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন পুলিশ সেই বীর শহীদের বাড়িতে পৌঁছে গিয়েছে।
শহীদের মৃতদেহ কবে বাড়িতে নিয়ে আসা হবে সেই বিষয়ে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা রাজীব রায় জানান যে, দুঃখ থাকলেও ভারত মাকে রক্ষার জন্য প্রাণ বিসর্জন দিয়েছে বিপুল রায় আমরা গর্বিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584