গৃহ শিক্ষিকার স্বামীকে শ্লীলতাহানির অভিযোগে গণধোলাই দাসপুরে

0
45

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সুলতান নগর এলাকায় বুধবার রাতে গণ ধোলাইয়ের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় যে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী বুধবার তার গৃহ শিক্ষিকার বাড়িতে পড়তে যায় ।পড়া শেষ করে সে যখন বাড়ি ফিরছিল তখন গৃহ শিক্ষিকার স্বামী শুভাশিস মন্ডল পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

man | newsfront.co
অভিযুক্ত ৷ নিজস্ব চিত্র

ওই ছাত্রীর আর্তচিৎকারে তাকে ছেড়ে দিয়ে ছুটে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার রাতে যখন অভিযুক্ত শুভাশিস মন্ডল বাড়ি ফিরছিল সেই সময় তাকে গ্রামবাসীরা ধরে ফেলে এবং উত্তম-মধ্যম গণধোলাই দেয় ৷

people | newsfront.co
উত্তেজিত জনতা ৷ নিজস্ব চিত্র

যার ফলে এলাকায় মূহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তকে গণধোলাই দিয়ে দাসপুর থানার পুলিশকে ডেকে অভিযুক্ত গৃহ শিক্ষিকার স্বামীকে পুলিশের হাতে তুলে দেয়।গ্রামবাসীরা অভিযুক্ত শুভাশিস মন্ডল কে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে। ওই ঘটনার পর রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন নাবালিকা ওই ছাত্রী ও তার পরিবারের লোকেরা।

আরও পড়ুনঃ প্লাস্টিক থালা হাতে প্রতিবাদ মিছিল তৃণমূলের

ওই নাবালিকা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। দাসপুর থানার পুলিশ অভিযুক্ত শুভাশিস মন্ডল কে গ্রেফতার করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here