মনিরুল হক, কোচবিহারঃ
টাকা ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে গণধোলাই দিল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের মাথাভাঙ্গা-শিলিগুড়ি রাজ্য সড়কে চেনাকাটা মোড়ে। ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ।
পরবর্তী সময়ে গণধোলাই হওয়া ওই ব্যক্তিকে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এই খবর পাওয়ার পরে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ছুটে যান মাথাভাঙ্গার এসডিপিও সুরজিৎ মন্ডল, থানার আইসি তপন পাল সহ অন্যান্য পুলিশকর্মীরা। পুলিশ প্রহরায় বর্তমানে ওই ব্যক্তি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে।
আরও পড়ুনঃ জেপি নাড্ডার গাড়িতে হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির বিক্ষোভ
মানু বর্মন নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করে জানান, গতকাল আনুমানিক রাত সাড়ে আটটা নাগাদ চেনাকাটায় অবস্থিত তার লটারির দোকান বন্ধ করে একটি ব্যাগে তিন লক্ষ ৫৩ হাজার টাকা এবং আরও বেশকিছু উইনিং টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।
আরও পড়ুনঃ ১৪-ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বামনহাট-শিলিগুড়ি, বামনহাট-আলিপুরদুয়ার ট্রেন চলাচল
সেই সময় চেনাকাটা সংলগ্ন ইঁটভাটার সামনে বেশ কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দেখিয়ে তার পথ আটকায়। এবং তার কাছ থেকে টাকা সহ ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় মোটর সাইকেলে থাকা এক ব্যক্তিকে তিনি ধরে ফেলেন। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। তারাই দুষ্কৃতী নাজির হোসেনকে গণধোলাই দেয়।
অভিযোগকারী মানু বর্মন আরও জানান, ওই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ব্যাগ ভর্তি টাকা পেয়ে তাকে ফিরিয়ে দেয়। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মাথাভাঙ্গার চেনাকাটা এলাকায়।
আরও পড়ুনঃ জে পি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে বিধাননগরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির
মাথাভাঙ্গা থানার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম নাজির হোসেন। তার বিরুদ্ধে আজকে বিকেল বেলা একটি অভিযোগ পত্র জমা পড়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।
এই ঘটনার সঙ্গে আরও কারা কারা যুক্ত আছে তা তদন্ত করছে পুলিশ। বর্তমানে নাজির হোসেনের চিকিৎসা চলছে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। সেখানে পুলিশ প্রহরা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584