চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম চা শ্রমিক

0
52

গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ

চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক মহিলা চা শ্রমিক। আহত ওই চা শ্রমিকের নাম আশা ছেত্রী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার পরেই ওই এলাকায় বিশেষ নজর রাখছে বন্যপ্রাণ বিভাগ।অন্যদিকে, নিরাপত্তার স্বার্থে খাঁচাও বসানো হয়েছে।

leopard attack | newsfront.co
প্রতীকী চিত্র

চিতাবাঘের হামলায় আহত হওয়ার ঘটনাটি ঘটেছে মাল ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের মাল নদী চা বাগানে। বাগান সূত্রে জানা গিয়েছে, বাগানের ১১ নম্বর সেকশনে কাজ করবার সময় অস্থায়ী চা-শ্রমিক আশা ছেত্রী (৪০) র উপর একটি চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে। আশেপাশের শ্রমিকেরা চিৎকার করে উঠলে চিতাবাঘটি পালিয়ে যায়।

আশা দেবীকে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।মাল নদী চা বাগানের ম্যানেজার রাজা চক্রবর্তী বলেন, আমরা বাগানে খাঁচা বসিয়েছি। সার্বিক বিষয় সম্পর্কে বনবিভাগকে জানিয়েছি।

আরও পড়ুনঃ ধূপগুড়িতে কোভিড টিকা নেওয়ার পরে মৃত্যু ব্যবসায়ীর, চাঞ্চল্য

মাল নদী চা বাগানের পাশাপাশি গুড়জং ঝোড়া, নিদাম এবং মীন গ্লাস চাবাগান এলাকাতেও চিতাবাঘের উপদ্রব বাড়ছে বলে অভিযোগ। অনেক ক্ষেত্রে গবাদি পশু, পাখির মতো খাবারের লোভে চিতাবাঘ চা-শ্রমিক মহল্লা পর্যন্ত হানা দিচ্ছে।

গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতাধীন মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের ওয়ার্ডেন দীপেন সুব্বা বলেন, ‘আমরা মাল নদী চা বাগানের খাঁচার স্থান পরিবর্তন করেছি। এলাকায় নজরদারিও রাখা হয়েছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here