মায়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে নিহত কিশোর

0
120

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের সময় মায়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের আখিরা পাড়ায়। মৃতের নাম রত্ন বর্মন (১৭)। সে নদীপার এন সি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।বালুরঘাট থানা থেকে সামান্য দূরে এই ঘটনায় এলাকায় যথেষ্ট চঞ্চল্য ছড়িয়েছে।

adhar | newsfront.co
নিজস্ব চিত্র

পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।এলাকার লোকজন ভাবতেও পারছেনা প্রতিবেশীদের গন্ডোগোলের মধ্যে পড়ে এভাবে অকালে প্রাণ দিতে হল ওই স্কুল ছাত্র টিকে।পুলিশ এখনও পর্যন্ত ৩ জনকে আটক করে থানায় নিয়ে গেলেও বাকি অন্যান্যরা পালিয়ে যাওয়ায় এখনও ধরতে পারেনি।

people | newsfront.co
নিজস্ব চিত্র

তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।যদিও স্থানীয় ও মৃতের পরিবারের কেউ কেউ অভিযোগ জানিয়েছেন ওই এলাকার প্রাক্তন স্থানীয় পঞ্চায়েত সদস্য পিংকি সরকারের সামনেই এই ঘটনা ঘটলেও তিনি এই প্রতিবেশীদের ঝামেলা থামাতে যান নি। যদিও পিংকি সরকার সেই অভিযোগ অস্বীকার করেছেন।

man | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে ও মৃত ছাত্রের পরিবার মারফত জানা গিয়েছে, গতকাল সকালে আখিরা পাড়ায় দুই পরিবারের মহিলাদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়।এর আগেও নাকি নানান ব্যাপারে এই দুই প্রতিবেশী মহিলার মধ্যে ঝামেলা হয় আবার স্থানীয়দের হস্তক্ষেপে তা মিটেও যায়। সেরকম দুই মহিলার মধ্যে চলা সকালের ঝামেলা মিটে গেলেও ফের তারা সন্ধ্যায় আবারও একই ঝামেলায় জড়িয়ে পড়েন।

আরও পড়ুনঃ মোবাইল ফোন না পাওয়ায় আত্মঘাতী কিশোর

জানা গেছে সন্ধ্যায় রত্নের মা রুমাদেবী পাড়ার দোকানে জিনিসপত্র কিনতে গেলে দুই পরিবারের মধ্যে ফের সংঘর্ষ বেধে যায়। ঝামেলার খবর পেয়ে রত্ন ছুটে গিয়ে মায়ের সম্ভ্রম বাঁচাতে যায়।এর মধ্যেই সংঘর্ষ চলাকালীন রত্নের মাথায় কাঠ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে রত্ন। গতকাল রাত্রে প্রথমে তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে কলকাতায় রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। কলকাতা নিয়ে যাওয়ার পথেই আজ ভোর রাতে রত্নর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাযেট থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here