নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের সাগরদিঘী থানার পিডিসিএল এর অন্তর্গত গোবর্ধন কোম্পানীর অস্থায়ী কর্মীর মৃত্যু ঘিরে বিক্ষোভ দেখালো পরিবারের লোকজন সহ কোম্পানীর অন্যান্য অস্থায়ী কর্মীরা ৷ পিডিসিএলের ২ নম্বর গেটের সামনে এই বিক্ষোভ দেখানো হয় ৷
স্থানীয় এলাকাবাসীরা জানান,বিকি মণ্ডল(২০) গত কয়েক মাস ধরে কাজ করছে জনার্দন কোম্পানীতে ৷ শনিবার রাতের ডিউটি করে রবিবার সকালে স্নান করতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে মৃত্যু হয় ঐ অস্থায়ী কর্মীর ৷
তার সঙ্গে থাকা অন্যান্য কর্মীরা উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তায় জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে ৷ কিন্তু পরিবারের লোকজনের অভিযোগ, কোম্পানীর গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে বিকি মন্ডলের ৷
আরও পড়ুনঃ মোহনপুরের রেমু এলাকা থেকে একটি পূর্ণ বয়স্ক বনবিড়াল উদ্ধার
কারণ একটি পাওয়ার স্টেশনের মধ্যে কোন সুরক্ষা নেই কেন? তাছাড়া পরিবারের সম্মতি ছাড়া কি করে মৃতদেহর ময়নাতদন্ত করতে পারে কোম্পানীর লোকজন?যদিও বা ওই কোম্পানীর তরফ থেকে এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584