মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
কাশ্মীরে জঙ্গিদমনে ভারতীয় সেনা বাহিনীর বড় সাফল্য। সাতদিন ধরে অভিযান চালিয়ে সাত জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। উরি থেকে গ্রেফতার করা হয়েছে লস্কর-ই-তইবার এক জঙ্গিকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র।
গত কয়েকদিন ধরেই কাশ্মীরের উরি সীমান্তে সন্দেজনক গতিবিধি ভারতীয় সেনা বাহিনীর নজরে এসেছিল। আগে থেকেই জঙ্গি অনুপ্রবেশের খবর ছিল ভারতীয় সেনা বাহিনীর কাছে। সেই খবর নিশ্চিত হতেই জঙ্গিদমন অভিযান শুরু করে ভারতীয় সেনা। টানা এক সপ্তাহ ধরে এই অভিযান চালিয়েছে তারা। এরপর সোমবার গভীর রাতে সাত জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। এদের মধ্যেই লুকিয়ে থাকা এক জঙ্গিকে এদিন গ্রেফতারও করে তারা।
One LeT terrorist Ali Babar Patra from Okhara, Punjab in Pakistan surrendered before security forces during an operation in the Uri sector of Jammu and Kashmir: Indian Army pic.twitter.com/M7URcShc9Z
— ANI (@ANI) September 28, 2021
The movement of such a large group of people can't take place without the complicity of the Pak army deployed on the other side. There have been movements at launch pads across LoC. In last 7 days, 7 terrorists neutralised, 1 terrorists apprehended: Indian Army
— ANI (@ANI) September 28, 2021
7 AK series weapons, 9 pistols and revolvers and more than 80 grenades and Indian & Pak currency recovered in Uri operation and the one that took place on 18 Sep in the surrounding areas: Major General Virendra Vats, GOC, 19 Infantry Division
— ANI (@ANI) September 28, 2021
আরও পড়ুনঃ খড়দহ, শান্তিপুর, দিনহাটা, গোসাবার উপনির্বাচণ ৩০ অক্টোবর
আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মেজর জেনারেল বীরেন্দ্র ভাট জানান, ধৃত ওই লস্কর জঙ্গির নাম আলি বাবর পাত্র। বয়স মাত্র ১৯ বছর। বাবর পাকিস্তানের পাঞ্জাবের বাসিন্দা। তার সাথে যে জঙ্গি যোগ রয়েছে, এ কথা স্বীকার করে নিয়েছে সে। জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, পাকিস্তানে মুজফফরবাদে দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছে ধৃত আলি বাবর পাত্র।
It's also revealed that this infiltration group was supported from Pak side by 3 porters who had come till LoC along with supplies.Movement of such large group of people can't take place without active complicity of Pakistani Army deployed on the other side: Maj Gen Virendra Vats pic.twitter.com/UVG3BWqQwg
— ANI (@ANI) September 28, 2021
আরও পড়ুনঃ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের উদ্বোধন প্রধানমন্ত্রীর, ঘোষণা ডিজিটাল হেলথ কার্ডের
মেজর জেনারেল বীরেন্দ্র ভাট আরও জানিয়েছেন, যে ভারতীয় সেনার নিকেশ করা সাত জেহাদি ও ধৃত ওই লস্কর-ই-তইবার জঙ্গির কাছ থেকে ৭টি একে সিরিজের আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পাওয়া গেছে ৯টি পিস্তলও। এছাড়াও, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৮০টি গ্রেনেড এবং প্রচুর ভারতীয় ও পাকিস্তানি মুদ্রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584