নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এলুডি এলাকায় একটি বাইক দুর্ঘটনা ঘটে। যার ফলে গুরুতর আহত হয় বাইক আরোহী তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লকের ১০ নম্বর অঞ্চলের কিষান সেলের সভাপতি মজবুল রহমান(২৫)।
তার বাড়ি কেশপুর ব্লকের এলুডি গ্রামে। বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বাইকটি ধাক্কা মারলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে দ্রুত তাকে উদ্ধার করে কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ প্রশাসক নয় ভোট চাই দাবিতে মেদিনীপুর পুরসভা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির
ওই ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী বলেন ঘটনাটি খুবই দুঃখজনক। মজবুল রহমান দলের সক্রিয় কর্মী ছিলেন এবং কিষান সেলের সাথে যুক্ত ছিলেন।
আরও পড়ুনঃ ফালাকাটায় গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, চাঞ্চল্য
তিনি তার আত্মার শান্তি কামনা করে তার পরিবারবর্গ কে সমবেদনা জানায়। সেই সঙ্গে তিনি তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
কেশপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়। ওই ঘটনার ফলে এলাকায় ও তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584