কেশপুরে তৃণমূল কর্মী আক্রান্ত, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
80

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে মহিষদা গ্রামের এক তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছে। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব ।

TMC supporter | newsfront.co
আক্রান্ত কর্মী ৷ নিজস্ব চিত্র

সোমবার কেশপুর ব্লকে বিজেপির একটি প্রশিক্ষণ শিবির ছিল সেই প্রশিক্ষণ শিবিরে তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা, অভিযোগ তৃণমূল নেতৃত্বের। বিজেপি কর্মীদের লাঠির আঘাতে আহত হন তৃণমূল যুব কংগ্রেসের বুথ সভাপতি তাপস দাস ।

আরও পড়ুনঃ চিকিৎসক অভাবে বন্ধ বালুরঘাটের মাতৃসদন নার্সিংহোম, ক্ষোভ এলাকাবাসীর

কেশপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে । তৃণমূলের অভিযোগ আচমকাই বিজেপি কর্মী সমর্থকরা এলাকায় তাণ্ডব শুরু করে ।

আরও পড়ুনঃ আনিসুরের ফেসবুক প্রোফাইলে পুরানো ছবি পোস্ট ঘিরে বিতর্ক

যদিও বিজেপি নেতা অরূপ দাসের অভিযোগ প্রশিক্ষণ শিবির চলাকালীন এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা বারবার উত্ত্যক্ত করছিল এলাকার বিজেপি কর্মীদের।

প্রশিক্ষণ শেষে বিজেপি কর্মীরা বাড়ি চলে আসলে তৃণমূলের নিজেদের মধ্যেই গোলমালে নিজেদেরই কর্মী আহত হয়েছেন । তারপর দোষ চাপানো হচ্ছে বিজেপির ওপর । উল্লেখ্য কেশপুরের মহিশদা গ্রাম ঘাটালের সাংসদ দীপক অধিকারীর নিজের গ্রাম ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here