পিংলায় তৃণমূল যুবশক্তি কর্মীর দেহ উদ্ধার

0
48

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

তৃণমূলের যুবশক্তির ১ কর্মীর মৃতদেহ উদ্ধার করা হল ৷ খুনের অভিযোগ তুলল পরিবারের লোকজন ৷ এই নিয়ে চলছে তৃণমূল-বিজেপি তরজা ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ১নং কুসুমদা অঞ্চলের বেলাড় গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে মৃত সন্দীপ সুর, বয়স আনুমানিক ২৩ বছর৷

man | newsfront.co
নিজস্ব চিত্র

গতকাল সন্দীপ বালিচকে মাসির বাড়ি গিয়েছিল। তারপর সন্ধ্যা গড়িয়ে রাত্রি হওয়ার পরেও বাড়ি না ফেরায়, খোঁজখবর শুরু হয়। রাত ১১টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার পাশে ধান জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পিংলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত যুবকের মা বর্ণালী সুরের অভিযোগ তার ছেলেকে খুন করা হয়েছে। মৃত যুবকের প্রতিবেশী , সম্পর্কে দাদা প্রশান্ত জানা বলেন যে রাতে আমাদের প্রতিবেশী আর এক দাদা খাওয়া দাওয়ার পরে রাস্তায় হাটাহাটি করছিল তখনই মৃতদেহ দেখতে পায়।

আরও পড়ুনঃ ফালাকাটায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

ভাই বেশ কিছুদিন আগে তৃণমূলে ঢুকেছিল। ভালো ছেলে ছিল কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। ভাইকে খুন করা হয়েছে বলে জানান দাদা। অন্যদিকে তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে আমাদের যুবশক্তির কর্মীকে। এ ব্যাপারে তৃণমূলের পিংলা ব্লক সভাপতি সেখ সাবেরথি বলেন মৃত সন্দীপ সুর আমাদের নব্য যুবশক্তির কর্মী ছিল, বেশ কিছুদিন আগে তৃণমূলে যুক্ত হয়।

এলাকায় ভালোই কাজ করছিল। আর এটা সহ্য না করতে পেরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কর্মীকে খুন করেছে। তবে এই ঘটনায় বিজেপির তরফে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ ব্যাপারে পিংলা ব্লকের বিজেপির পশ্চিম মন্ডলের সভাপতি প্রত্যুষ হোড় বলেন এটা তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে সমস্যার জেরেই খুন করা হয়েছে।

আরও পড়ুনঃ দিঘাতে ডাম্পার-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২

এই ঘটনায় বিজেপির কোন কর্মী জড়িত নয়। বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে জানান তিনি। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।ঘটনার তদন্ত শুরু করেছে পিংলা থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here