গোমাংস পাচার সন্দেহে ট্রাকচালককে মারধর, নীরব দর্শক সহ-নাগরিকরা

0
71

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

চারিদিকে এখন একটা থমথমে পরিবেশ। কারণ, একমাত্র করোনা ভাইরাস। এই মারণ ভাইরাসের দাপটেই নাজেহাল ভারত সহ বিশ্বের অন্যান্য দেশ। সংক্রমিতের সংখ্যা ক্রমশ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এহেন পরিস্থিতির মধ্যে নয়ডার পর গো-রক্ষকদের তাণ্ডব চললো গুরগাঁওতে।

Inhumanity | newsfront.co
হামলার সময় নীরব দর্শক সহ-নাগরিকরা। সংবাদ চিত্র

গোরুর মাংস পাচার সন্দেহে এক ট্রাক চালককে পুলিশের সামনেই বেদম পেটানো হল। সেই দৃশ্য রাস্তায় দাঁড়িয়ে দেখলেন সহ-নাগরিকরা। পরে দেখা গেল স্রেফ সন্দেহ। কারণ ওই ট্রাকে করে যাচ্ছিল মোষের মাংস। শুক্রবার সকালে এনসিআর এলাকার অন্তর্গত গুরগাঁওর এই ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ট্রাকচালকের নাম লুকমান। যে ট্রাক ঘিরে সন্দেহ, তাকে আট কিমি ধাওয়া করে গ্লিস্টেনিং টাওয়ারের সামনে আটক করে গো-রক্ষকরা। তারপরেই সেই ট্রাক চালককে নামিয়ে হাতুড়ি দিয়ে পেটানো হয়। অভিযোগ, “সেই ট্রাকচালক গোরুর মাংস পাচার করছিলেন।”

আরও পড়ুনঃ ই-দর্শন আর মন্দিরে যাওয়া এক নয়ঃ সুপ্রিম কোর্ট

পরীক্ষাগারে মাংসের নমুনা পরীক্ষার পর জানা গিয়েছে, সেই মাংস মোষের। এই ঘটনায় অপরিচিত আততায়ীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় প্রদীপ যাদব নামে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। ২০১৫ সালে এভাবেই দাদরিতে গো-মাংস পাচার সন্দেহে আখলাক নামে এক প্রৌঢ়কে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল গো-রক্ষকদের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ ঢাকায় থানায় বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস

পুলিশ সূত্রে খবর, লুকমানকে বাদশাহপুর গ্রামে নিয়ে গিয়ে আরও একপ্রস্থ নিগ্রহ করা হয়েছিল। সেখান থেকে পুলিশ গিয়ে উদ্ধার করেছে তাঁকে। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন সেই ট্রাক চালক। অভিযুক্ত ট্রাকের মালিকের অভিযোগ, “গোরুর মাংস নয়, ট্রাকে ছিল মোষের মাংস। প্রায় পাঁচ দশক ধরে এটা আমাদের পারিবারিক ব্যবসা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here