নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার কর্ণগড় অঞ্চলের বালিজুড়ির জঙ্গলের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে শালবনি থানার পুলিশ। বালিজুড়ি গ্রামের কয়েকজন মহিলা জঙ্গলের ভিতরে মঙ্গলবার শুকনো পাতা কুড়াতে গিয়েছিল।
তখন তারা গাছে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারা ভয়ে জঙ্গল থেকে ছুটে গ্রামে আসে। তারা বিষয়টি গ্রামবাসীদের জানায়। গ্রামবাসীরা ফোন করে শালবনি থানার পুলিশকে জানায়। খবর পেয়ে শালবনি থানার পুলিশ বালিজুড়ির জঙ্গলের ভিতর গিয়ে ওই জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুনঃ বিনপুরের মালাবতী জঙ্গলে আগুন, নিয়ন্ত্রণে আনার চেষ্টা দমকল কর্মীদের
শালবনি থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে মৃতদেহটি কয়েকদিনের পুরোনো। তবে মৃতব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। শালবনি থানার পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে বালিজুড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাও মৃতদেহ টি দেখে শনাক্ত করতে পারেনি বলে গ্রামবাসীরা জানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584