শালবনিতে নদী থেকে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার

0
121

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের বিষ্ণুপুর ২ নং অঞ্চলের মানকুড়ি এলাকায় তমাল নদী থেকে অজ্ঞাত পরিচয়, হাত-পা বাঁধা অবস্থায় এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

rescue | newsfront.co
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার সকালে শালবনি ব্লকের বিষ্ণুপুর ২ নং অঞ্চলের মানকুড়ি ও বয়লা গ্রামের মাঝে তমাল নদীতে মাছ ধরার জন্য পেতে রাখা জালে এক অজ্ঞাত পরিচয় মহিলাকে হাত-পা বাঁধা অবস্থায় আটকে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারা বিষয়টি শালবনি থানার পুলিশকে জানায়।

আরও পড়ুনঃ ফারাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাই ভর্তি গাড়ি

খবর পেয়ে ঘটনাস্থলে আসে শালবনি থানার পুলিশ । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায় । মহিলাটির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ টি দেখে শনাক্ত করতে পারেনি।

আরও পড়ুনঃ জলঙ্গিতে পদ্মায় তলিয়ে যাওয়া কিশোরের খোঁজে তল্লাশি,উদ্ধার ১

স্থানীয় বাসিন্দারা বলেন ওই মহিলাকে হয়ত খুন করে মৃতদেহটি অন্য জায়গা থেকে তমাল নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, তাই ওই মহিলাকে তারা শনাক্ত করতে পারছেন না । পুলিশ খতিয়ে দেখার কাজ শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য দেখা দিয়েছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here