নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ কংসাবতী নদীর চর থেকে উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে গুড়গুড়িপাল থানার অন্তর্গত মনিদহ অঞ্চল এলাকায় কংসাবতী নদীর চরে এক মহিলাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা ।
ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গুড়গুড়িপাল থানার পুলিশ। পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়। পুলিশ মৃত মহিলাটির পরিচয় জানার চেষ্টা শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি দেখে শনাক্ত করতে পারেনি।
আরও পড়ুনঃ সাগরদীঘিতে জমি বিবাদের জেরে পিটিয়ে খুনের অভিযোগ ভাই – বোনের বিরুদ্ধে
মৃত মহিলার বাড়ি অন্য কোথাও হবে বলে ওই এলাকার বাসিন্দারা জানান।তবে খুন না আত্মহত্যার ঘটনা তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে গুড়গুড়িপাল থানার পুলিশ। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584