উত্তরপ্রদেশে জুতো বিক্রির অপরাধে সম্প্রীতি নষ্টের অভিযোগ ধৃত নাসির!

0
72

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আবারও কাঠগড়ায় উত্তরপ্রদেশ। ‘ঠাকুর’ লেখা জুতো বিক্রির অপরাধে যোগীর রাজ্যে হাজতবাস হল এক হকারের। রাস্তার ধারে জুতো বিক্রি করার সময় ঘটনাটি চোখে পড়তেই তাঁকে ধরে নিয়ে যায় পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে।

shoes | newsfront.co
ওই জুতো বিক্রি ঘিরেই ঘটনার সুত্রপাত। ছবিঃ অলোক পান্ডের টুইট ভিডিওর স্ক্রিনশট

জানা গিয়েছে, জুতোর সোলে ‘ঠাকুর’ লেখার অপরাধে নাসির নামে ওই যুবকের বিরুদ্ধে স্থানীয় বজরং দল থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ, নাসির যে জুতো বিক্রি করছিল তাতে লেখা ছিল ঠাকুর। বিশাল চৌহান নামে বজরং দলের সদস্য ওই অভিযোগ দায়ের করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার অতুলকুমার শ্রীবাস্তব জানিয়েছেন, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দোকানদারকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ বাবুল সুপ্রিয়কে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সম্প্রীতি নষ্টের অভিযোগ ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারায় মামলা রুজু হয়েছে নাসিরের বিরুদ্ধে। সেই সঙ্গে শান্তিভঙ্গ ও ভাবাবেগে আঘাতের অভিযোগও উঠেছে। পরে নাসিরকে ছেড়েও দেয় পুলিশ। কেন জুতোতে ঠাকুর লেখা ছিল, তার উত্তরে নাসির পুলিশকে জানিয়েছেন, তিনি অন্য জায়গা থেকে পাইকারি হিসাবে এই জুতো কিনে এনে এখানে বিক্রি করছিলেন। আসলে এই জুতো যাঁরা তৈরি করেছেন তাঁদের পদবি ঠাকুর বলেই হয়তো জুতোতে লেখা ছিল ‘ঠাকুর’ কিন্তু এতে তাঁর কোনও দোষ নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here