কাল হল ফেসবুকে ছবি পোস্ট, চুরির দায়ে বেলেঘাটায় ধৃত পরিচারিকা

0
82

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

দামী মঙ্গলসূত্র পরে ফেসবুকে ছবি পোস্ট করতেই ধরা পড়ে গেলেন পরিচারিকা। চুরির দায়ে তাকে যেতে হচ্ছে জেলে। তবে চুরির ঘটনাটি ঘটেছে বছর খানেক আগে।

arrested | newsfront.co
প্রতীকী চিত্র

বেলেঘাটার একটি বাড়ি থেকে খোয়া গিয়েছিল হীরে বসানো ওই মঙ্গলসূত্র। সম্প্রতি একইরকম ডিজাইনের মঙ্গলসূত্র পরেই ফেসবুকে ছবি পোস্ট করে বাড়ির পরিচারিকা। বিষয়টি ওই মঙ্গলসূত্রের মালকিনের নজরে পড়ে। তারপর যা হওয়ার কথা তাই হল। পুলিশের জালে ধরা পড়লেন ওই পরিচারিকা। ঘটনাটি ঘটেছে বেলেঘাটা থানা এলাকায়।

জানা গিয়েছে, গত বছর বেলেঘাটার বাসিন্দা সিদ্ধার্থ চুড়িওয়ালার বাড়ি থেকে চুরি হয়ে যায় হীরে বসানো মঙ্গলসূত্র সহ তিনটি সোনার কানের দুল, রূপোর গয়না, শাড়ি ও নগদ ৫০ হাজার টাকা।

আরও পড়ুনঃ বেলদায় পথ দুর্ঘটনায় মৃত ১,আহত ৪

সিদ্ধার্থবাবুর দাবি, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৪ জুলাইয়ের মধ্যে এক এক করে এই জিনিসগুলি তাঁর বাড়ি থেকে খোয়া গিয়েছে। তখনই সন্দেহ গিয়ে পড়ে পরিচারিকা দুর্গা ওরফে অঞ্জলির উপর। চুরির অভিযোগে তাকে কাজ থেকে ছাড়িয়েও দেওয়া হয়। তবে সেই সময় পুলিশে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

তবে সম্প্রতি ওই মঙ্গলসূত্র পড়ে ফেসবুকে অঞ্জলির ছবি দেখে আর নিজেকে ঠিক রাখতে পারেননি সিদ্ধার্থবাবুর স্ত্রী। সঙ্গে সঙ্গে বেলেঘাটা থানায় পরিচারিকার বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেপ্তার করে অঞ্জলিকে।

আরও পড়ুনঃ ব্যতিক্রম থাকলেও পুলিশি তৎপরতায় লকডাউন সফল মুর্শিদাবাদে

তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া মঙ্গলসূত্রটি। পুলিশসূত্রে খবর, আজ শনিবার ধৃতকে শিয়ালদা আদালতে পেশ করা হবে বলে। আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অঞ্জলিকে হেফাজতে নেওয়ার আবেদনও জানাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here