নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

গত রাতে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন ৪৫ বছর বয়সের সাহেনা বিবি নামের এক মহিলা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ঘোষপাড়া অঞ্চলের টলটলি গ্রামে।
গত ২ মাস আগে, তিন সন্তানের মা সাহেনা বিবি তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ফরাজি পাড়া গ্রামে চলে যান ৷ প্রায় দুই মাস থাকার পরে তার বাবা আবার স্বামীর বাড়ি রেখে যান ৷ হঠাৎই গত রাতে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন ঐ মহিলা। তবে কি কারণে আত্মঘাতী হলেন তার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷
আরও পড়ুনঃ শুধু পরিবহণ দফতরেই ৭২৫ কোটির দুর্নীতি করেছেন শুভেন্দু, অভিযোগ ঘাসফুল শিবিরের

আরও পড়ুনঃ খুন নাকি আত্মহত্যা এবার অন্তত জানাক সিবিআই- দাবি দেশমুখের
জলঙ্গী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
এই দুর্ঘটনায় এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584